ইংল্যান্ডে টি-টুয়েন্টি অধিনায়কের অভিষেকটা জয় দিয়েই শুরু হল লাসিথ মালিঙ্গার। সফরের একমাত্র টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ৯ রানে হারাল তার দল শ্রীলঙ্কা।
মঙ্গলবার কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা করে ১৮৩ রান।
লাহিরু থিরিমান্নে করেন ৪০ রান। থিসারা পেরেরা করেন ৪৯।
জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ইংল্যান্ড। মালিঙ্গা ৩ উইকেট নেন ২৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮৩/৭ (দিলশান ১৪, কৌশল ১০, ভিথানাগে ৩৮, থিরিমান্নে ৪০, থিসারা ৪৯; গারনে ২/২৬, রুট ১/১৬)
ইংল্যান্ড: ২০ ওভারে ১৭৪/৭ (হেলস ৬৬, বেল ১৩, বাটলার ২৬, বোপারা ২৮*; মালিঙ্গা ৩/২৮, ম্যাথিউস ১/৭, থিসারা ১/২৪)
ফল: শ্রীলঙ্কা ৯ রানে জয়ী
ম্যাচসেরা: থিসারা পেরেরা
Discussion about this post