অতীত অভিজ্ঞতা থেকে সতর্ক ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। কিন্তু অপ্রত্যাশিত সেই বিতর্কটাই ফের মাথাচাড়া দিয়ে উঠল। এবারো বিসিবি’র সঙ্গে জড়িত কাউকে দেখা গেল বানিজ্যিক কর্মকান্ডে।
২ কোটি ২৫ হাজার ডলারে ৬ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের প্রচার স্বত্ব পেল গাজী টিভি। অথচ এই গাজী গ্রুপের স্বত্বাধিকারী গাজী গোলাম দস্তগীরের ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বোর্ড পরিচালক!
যদিও বিসিবি প্রধান পাপন এর আগে উচু গলায় বলেছিলেন, ‘আমার বোর্ডের কেউ কোন বানিজ্যিক কর্মকান্ডে অংশ নিতে পারবেন না।’ কিন্তু গোলাম মর্তুজাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পেল প্রচার স্বত্ব।
এবার বোর্ড সভাপতির ব্যাখা, ‘দেখুন গোলাম মুর্তজা পাপ্পা প্রচার স্বত্ব বিডিংয়ের সঙ্গে যুক্ত ছিল না। সে আগে থেকেই একটা চিঠি দিয়ে জানিয়েছে, তাদের গাজী গ্রুপ নামের একটি ফ্যামিলি বিজনেস আছে। তারই সহযোগী প্রতিষ্ঠান এই গাজী টিভি। তার সঙ্গে ও কোনোভাবেই জড়িত নয়। একইসঙ্গে ও জানিয়েছিল মিডিয়া রাইটস সংক্রান্ত কোনো কিছুতে সে যুক্ত হবে না। এমনকি বোর্ড মিটিং হলে সেখানেও সে উপস্থিত থাকবে না। শেষপর্যন্ত ও কথা রেখেছে। আমাদের যে মার্কেটিং কমিটি আছে সেখানে একজন আছে মেম্বার সেক্রেটারি, তিনিও গাজী গ্রুপের সঙ্গে জড়িত। পুরো প্রক্রিয়া থেকে দুরে ছিলেন তিনিও।’
কথায় হয়তো এগিয়ে থাকছেন পাপন কিন্তু খালি চোখে এটা স্পষ্ট দেখা গেল- একজন বোর্ড পরিচালকের পারিবারিক প্রতিষ্ঠান পেল বাংলাদেশ ক্রিকেটের টিভি প্রচার স্বত্ব।
এর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় বিসিবির পরিচালকরা নানা ব্যবসায়িক কর্মকান্ডে জড়িত ছিলেন। চট্রগ্রাম ভেন্যুর জেনারেটরের লিজ নিয়েছিলেন একজন পরিচালক। পরে এনিয়ে অনেক প্রশ্নও উঠেছিল। শুধু তাই নয়-বিসিবির আরও অনেক বানিজ্যিক বিষয়াদি থেকে আর্থিক সুযোগ-সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে বোর্ডের বিভিন্ন পরিচালকের বিরুদ্ধে।
Discussion about this post