পারল না বার্সেলোনা। শনিবার রাতে তাদের সঙ্গে ১-১ গোলে ড্র করে লা লিগার ট্রফি জিতে নিল অ্যাতলেটিকো মাদ্রিদ। যদিও বার্সার মাঠ ন্যু ক্যাম্পে প্রথমে পিছিয়ে পড়েছিল মাদ্রিদের এই ক্লাব। কিন্তু পরে সমতা ফিরিয়ে জিতে নিল দশম স্প্যানিশ প্রিমেরা লিগার ট্রফি।
১৯৯৫-৯৬ মৌসুমে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আতলেতিকো। আর ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম কোন ট্রফি না জিতেই মৌসুম শেষ করল কাতালানরা।
অ্যালেক্সিস সানচেসের প্রথমে এগিয়ে যায় বার্সা। পরে সমতা ফেরান ডিয়েগো গদিন। তাতেই নিশ্চিত হয়ে যায় ট্রফি। শিরোপা পেতে লা লিগার শেষ ম্যাচ থেকে অ্যাতলেটিকোর প্রয়োজন ছিল ড্র। আর বার্সার জয়।
২০০৩-০৪ মৌসুমের পর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছাড়া ফের নতুন কোনো চ্যাম্পিয়ন পেল স্পেনের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্ট। এদিকে এই মৌসুমে কোনো শিরোপা জিততে না পারার ব্যর্থতা কাধে নিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাড়ালেন ম্যানেজার জেরার্ডো মার্টিনো।
এবার ট্রেবল জয়ের সুযোগ অ্যতলেটিকোর সামনে। ২৪ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা লড়বে নগর প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের সঙ্গে।
Discussion about this post