শেষ পর্যন্ত মিডিয়ার ধারনাই সত্য হল। দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট দলের কোচ হলেন সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দেন সাবেক এ পেসারকে। কোচ ডেভ হোয়াটমোরের জায়গায় দেখা যাবে তাকে।
মাঝে কিছুদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবেক উইকেটকিপার মঈন খান। এর আগে ২০১০ ও ২০১১ সালে পাকিস্তান দলের কোচের দায়িত্বে ছিলেন ওয়াকার। পরে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
জানা গেছে, পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হতে পারেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রান্ট ফ্লাওয়ার। এই পদে অবশ্য রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হকও।
Discussion about this post