বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ পর্বে বেশ ভাল শুরু করেছে বিসিবি উত্তারাঞ্চল। বিকেএসপিতে শনিবার ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে বেশ ব্যাট করলেন ফরহাদ হোসেন, হামিদুল ও জুনায়েদ সিদ্দিকী। তাদের তিনজনের দৃঢ়তায় কাল প্রথম দিন শেষে বিসিবি উত্তরাঞ্চলের স্কোর ১ম ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান।
ফরহাদ ১৯৯ বলে ১৪ চার ও ১ ছক্কায় করেন ১০৯ রান। জুনায়েদ ৬৫। এবং হামিদুলের ব্যাট থেকে আসে ৬০ রান।
বিসিবি উত্তারাঞ্চলের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম জন্ডিসে আক্রান্ত থাকায় ম্যাচটি খেলতে পারছেন না।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল : ১ম ইনিংসে ২৮৭/৪ (হামিদুল ৬০, জুনায়েদ ৬৫, ফরহাদ ১০৯, নাঈম ৩৮; ইলিয়াস সানি ২/৫৭)।
রাজ্জাকের ঘুর্নি বল
বিসিএলের শেষ পর্বের প্রথম দিন শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে রাজত্ব করলেন বোলাররা। তাতেই প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাত্র ১৩৫ রানেই শেষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। আব্দুর রাজ্জাক ৩৪ রানে নেন ৪ উইকেট।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল দিন শেষে ১ম ইনিংসে করেছে ১ উইকেটে ১০৮।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : ১ম ইনিংসে ১৩৫/১০ (সাদমান ৩৩, অলক ৫৬, মোসাদ্দেক ১৩, লিটন ১৩; রাজ্জাক ৪/৩৪, সোহাগ ৩/৪১)।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ১ম ইনিংসে ১০৮/১
Discussion about this post