একটু অন্যরকম ভাবেই এবার জন্মদিনটা পালন করছেন শচীন রমেশ টেন্ডুলকার। দিনের শুরুতেই ভোট দিয়ে আসলেন তিনি। রাজ্যসভার এই সম্মানিত সদস্য টুইটারে জানালেন, ‘আমি ভোট দিয়ে এসেছি। তুমি কী দিয়েছো? দারুণভাবে শুরু হল আমার জন্মদিন।’ মুম্বাইয়ে ভোট কেন্দ্রে দাড়িয়ে একটা ছবিও তুললেন তিনি।
ক্রিকেট জগতে সতীর্থদের নিয়েই দীর্ঘ সময় কেটেছেন জন্মদিনের কেক। জাতীয় দলের ব্যস্ত সুচীর সঙ্গে তাল মেলাতে গিয়ে পরিবারের মানুষদের সঙ্গে কমই সময় কেটেছে তার।
কিন্তু এবার ভিন্ন আবহ। বৃহস্পতিবার এই ব্যস্ততা ঘিরে ধরেনি তাকে। ৪১তম জন্মদিনের অনেক আগেই যে আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটকে গুডবাই বলেছেন তিনি।
১৯৮৯ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে যাত্রা শচীন টেন্ডুলকারের। এরপর টানা প্রায় ২৫ বছর। অধিকাংশ জন্মদিনের উত্সবে কেক কেটেছেন সতীর্থদের নিয়ে।
এবারের জন্মদিনে এই ক্রিকেট কিংবদন্তি মুম্বাইয়ে নিজের বাসায় পারিবারিক আবহেই অন্যরকম জন্মদিন পালন করছেন।
সঙ্গে রয়েছে তার স্ত্রী অঞ্জলি আর দুই সন্তান ছেলে অর্জুন এবং মেয়ে সারা। অবসরের পর থেকে তাদেরই সবচেয়ে বেশি সময় দিচ্ছেন শচীন।
জন্মদিনের ঠিক আগে চেন্নাইয়ের এক ক্রিকেট লেখক শচীনকে নিয়ে বই প্রকাশ করেছেন। রুডলফ ল্যাম্বার্ট ফার্নান্দেজ নামের ওই লেখকের বইয়ের নাম ‘গ্রেটার দ্যান ব্র্যাডম্যান’। যাতে তিনি পরিসংখ্যান দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন ব্র্যাডম্যানের চেয়ে শচীন এগিয়ে।
অবশ্য পরিসংখ্যান শচীনের হয়েই কথা বলছে।
ওয়ানডে ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার, যার সংগ্রহে আছে ১৫ হাজারের বেশি রান (১৮,৪২৬)। সঙ্গে আছে ১৫৪ উইকেট।
শচীন ৬ বিশ্বকাপে (১৯৯২-২০১১) খেলে করেছেন রেকর্ড ২,৫৬০ রান। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ৬২ বার ম্যাচসেরা।
সেঞ্চুরিতেও রেকর্ড, ৫১টি শতরান।
আর টেস্ট ক্রিকেটেও সবার উপরে শচীন। রেকর্ড ১৫,৯২১ এসেছে ১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া এই কিংবদন্তি!
আসলে শচীনের তুলনা শচীন নিজেই!
Discussion about this post