মনে হচ্ছিল ম্যাচটা বুঝি অনায়াসেই জিতবে চেন্নাই সুপার কিংস। কেননা শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনির দল তুলে ২০ ওভারে ২০৫ রান। ডোয়াইন স্মিথের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৬৬ রান। ব্রেন্ডন ম্যাককালাম ৪৫ বলে তারচেয়ে ৬৭ রান করেন । দুজন গড়েন ১২৩ রানের উদ্বোধনী জুটি। এরপর মহেন্দ্র সিং ধোনি ১১ বলে অপরাজিত ২৬ ও সুরেশ রায়না ১৯ বলে ২৪ রান করেন।
জবাব দিতে নেমে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৩৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল প্রীতি জিনতার দল। পরে গ্লেন ম্যাক্সওয়েল আর ডেভিড মিলারের ব্যাটিংয়ে ৬ উইকেটের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। হাতে তখনও ছিল ৭ বল। মাত্র ৪৩ বল খেলে ৯৫ রান করে ম্যাচসেরা ম্যাক্সওয়েল। ৩৭ বলে অপরাজিত ৫৪ রান করেন মিলার। রবিচন্দন অশ্বিন নেন ২ উইকেট।
আইপিএলে শুক্রবার আরেক ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৪ উইকেটের জিতেছে রাজস্থান রয়্যাল।
সংক্ষিপ্ত স্কোর-
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ২০৫/৪ স্মিথ ৬৬, ম্যাককালাম ৬৭; বালাজি ২/৪৩)
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৮.৫ ওভারে ২০৬/৪ (ম্যাক্সওয়েল ৯৫, মিলার ৫৪; অশ্বিন ২/৪১ )
ফল: পাঞ্জাব জয়ী ৬ উইকেটে
ম্যাচসেরা: গ্লেন ম্যাক্সওয়েল
Discussion about this post