ম্যাচে তিন সেঞ্চুরি। তাও আবার কোন তিনজনের?
সাত-আট ও নয় নম্বরে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যানের! দলের প্রথম ছয় ব্যাটসম্যান যখন বিকেএসপির ড্রেসিংরুমে ফিরলেন তখন স্কোরবোর্ডে দলের রান মাত্র ৭৭। সেই দল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৬৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করল। প্রথম ছয় ব্যাটসম্যানের সব ব্যর্থতা ঘুচিয়ে দিলেন পরের তিনজন। ফরহাদ রেজা করলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩৩৪ বলে ২৫৯ রান। সানজামুল ইসলামের ব্যাট থেকে এল ১৯৬ বলে ১৭২ রান। ৯ নম্বরে ব্যাট করতে নামা মুক্তার আলীও যে সেঞ্চুরির ক্ষিধে নিয়ে অপেক্ষায় আছেন কে জানত?
রোববার ১১৬ বলে সেঞ্চুরি পেলেন মুক্তার আলী। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার প্রথম সেঞ্চুরি। আর সেই প্রথম সেঞ্চুরিতেই যে বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন তিনি খানিকবাদেই। সেঞ্চুরি করতে হাঁকালেন ৮ ছক্কা ও ৫টি বাউন্ডারি। সেঞ্চুরির পর তার ব্যাট হাসল আরও ৮ ছক্কা ও ৩ বাউন্ডারিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ১৬ ছক্কা হাঁকিয়ে দারুণ কৃতিত্বপূর্ণ বিশ্বরেকর্ডের ভাগীদার হলেন রাজশাহীর এই তরুণ অলরাউন্ডার।
মুক্তার আলীর আগে এক ইনিংসে ১৬ ছক্কার এই বিশ্বরেকর্ড গড়েছেন আরও তিন ক্রিকেটার। ১৯৯৫ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যান্ড্র– সাইমন্ডস গ্লুস্টারশায়ার ও গ্লামারগনের ম্যাচে অপরাজিত ২৫৪ রান করেন। সেই ইনিংসে ১৬ ছক্কা হাঁকিয়ে প্রথমবারের মতো এই বিশ্বরেকর্ড করেন তিনি। ২০১১ সালে কাউন্টি ক্রিকেটে সাইমন্ডসের সেই রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের জি. আর. ন্যাপিয়ার। পরের বছর নিউজিল্যান্ডের ওপেনার জেসি রাইডারও অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ১৬ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ডের তৃতীয় ভাগীদার হন।
কাল সেই বিশ্বরেকর্ডে চতুর্থ ক্রিকেটার হিসেবে ভাগ বসালেন বাংলাদেশের মুক্তার আলী।
ওয়ালটন ১৫তম জাতীয় ক্রিকেট লিগের এই ম্যাচটা মুক্তার আলীর ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচ হিসেবে এখন পরিচিত হবে।
Discussion about this post