ক্রিকেটের বাইবেল বলে পরিচিত উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। দেশটির হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উইজডেন অ্যালমানাকের ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ তিনি। গতবছরের দুর্দান্ত নৈপুন্য তাকে নিয়ে এসেছে শীর্ষে। এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস বর্ষসেরা হয়েছিলেন।
এবারের ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ হলেন ক্রিস রজার্স, রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া), শিখর ধাওয়ান (ভারত), জো রুট (ইংল্যান্ড)। সঙ্গে আছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস।
সেই ১৮৮৯ সাল থেকে ৫ জন ক্রিকেটার বাছাই করে এই সম্মাননা দিয়ে আসছে উইজডেন।
উইজেডেনের ১৫১তম সংস্করনের প্রচ্ছদে রয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
Discussion about this post