মনে হচ্ছিল দেশে ফেরার টিকিট বুঝি সোমবার রাতেই ‘কনফার্ম’ করতে হচ্ছে শ্রীলঙ্কার। ১১৯ রান নিয়ে কি আর স্বপ্ন দেখা যায়? ২০ ওভারের লড়াইয়ে হয়তো সহজ জয় দিয়ে সেমিফাইনালে উঠার কথা ভাবছিল কিউইরা। কিন্তু নাটক অনেক জমা ছিল চট্রগ্রামে। আর সেই নাটকের নায়ক স্পিনার রঙ্গনা হেরাথ। বল হাতে ঘুর্নি জাদু দেখালেন তিনি। ৩.৩ ওভারে ২ মেডেনসহ মাত্র ৩ রান খরচায় নিলেন ৫ উইকেট! হ্যা ঠিকই পড়েছেন: ৩.৩-২-৩-৫!!
আর তাতেই সেই মামুলি পুজি নিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা পেল ৫৯ রানের দারুন এক জয়। তাতেই কিউইদের স্বপ্ন গুড়িয়ে লঙ্কানরা উঠে গেল আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভার ১১৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১৫.৩ ওভার ৬০ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ফিল্ডিং করার সময় আঙ্গুলে আঘাত পাওয়ায় ব্যাট করতে পারেননি কোরি অ্যান্ডারসন
নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি ইতিহাসে এটি সর্বনিম্ন রান। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮০ রান অলআউট হয়েছিল তারা।
অন্যদিকে রেকর্ড গড়লেন রঙ্গনা হেরাথও। সবচেয়ে রানে কম রান খরচায় নিলেন পাঁচ উইকেট। আগের রেকর্ডটি পাকিস্তানের উমর গুলের। এই নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১৯.২ ওভারে ১১৯/১০ (কৌশল ১৬, জয়াবর্ধনে ২৫, থিরিমান্নে ২০, থিসারা ১৬, সেনানায়েকে ১৭; বোল্ট ৩/২০, নিশাম ৩/২২)
নিউজিল্যান্ড: ১৫.৩ ওভারে ৬০/৯ (উইলিয়ামসন ৪২; হেরাথ ৫/৩, সেনানায়েকে ২/৩)
ফল: শ্রীলঙ্কা ৫৯ রানে জয়ী
ম্যাচসেরা: রঙ্গনা হেরাথ।
Discussion about this post