সেই একই গল্প। মুশফিকুর রহীমদের মতো ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী সালমা খাতুনরাও। হার দিয়ে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে যাত্রা হল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ক্যারিবীয়রা ৩৬ রানে হারল তাদের।
সিলেট স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে অলআউট হয়ে করে ১১৫ রান। এরপর মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততে যাচ্ছে বাংলাদেশ। সালমা ১১ রান দিয়ে নেন ২ উইকেট। ২৪ রানে ৩ উইকেট খাদিজা তুল কুবরা। কিন্তু জবাব দিতে নেমে ব্যাটিংয়ে যারপরনাই ব্যর্থ দল। যেন উইকেটে আর আর যাওয়ার খেলায় মাতলেন তারা। ৪৪ রানে ৪ উইকেট শেষ! তারচেয়ে বাজে অবস্থা শেষ দিকে। শেষ ৬ উইকেট বাংলাদেশ হারায় মাত্র ৭ রানে! ১৭.৩ ওভারে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল অলআউট মাত্র ৭৯ রানে। রুমানার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ২৬ রান।
২৮ মার্চ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল : ১১৫/১০, ২০ ওভার (ডটিন ৩৪, কুইনটিন ১১, কিং ২০, আনিশা মোহাম্মদ ১৫, নাইট ১১; সালমা ২/১১, খাদিজা ৩/২৪, ফাহিমা ২/২৭)।
বাংলাদেশ মহিলা দল : ৭৯/১০, ১৭.৩ ওভার (আয়েশা ১০, সালমা ১৭, রুমানা ২৬; স্মার্ট ২/৯, কুইনটিন ৩/৫, আনিশা ২/২২)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৩৬ রানে জয়ী।
ম্যাচসেরা : শাহকুনা কুইনটিন।
Discussion about this post