আইসিসি-টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে রোববার জিতল পাকিস্তান এবং ভারত। মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ১৬ রানে হারায় অস্ট্রেলিয়াকে। আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জিতে ভারত।
ম্যাচে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু হঠাৎ ছন্দপতন! তাতেই ম্যাচের নিয়ন্ত্রন চলে যায় পাকিস্তানের। শেষ পর্যন্ত রোববার ১৬ রানে অজিদের বিপক্ষে ম্যাচ জিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে ফিরল তারা। প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল পাকিস্তান।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুপার টেন-এর ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ২০ ওভারে অলআউট হয়ে অস্ট্রেলিয়া করে ১৭৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৯১/৫ (শেহজাদ ৫, কামরান ৩১, হাফিজ ১৩, উমর আকমল ৯৪, মাকসুদ ৫, আফ্রিদি ২০*, মালিক ৬*; কোল্টার-নাইল ২/৩৬, বোলিঞ্জার ১/২৮)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৫/১০ (ফিঞ্চ ৬৫, ম্যাক্সওয়েল ৭৪; বাবর ২/২৬, গুল ২/২৯, আফ্রিদি ২/৩০, বিলাওয়াল ২/৩৬, আজমল ১/৩৩)
ফল: পাকিস্তান ১৬ রানে জয়ী
ম্যাচসেরা: উমর আকমল।
এদিকে মিরপুরে আরেক ম্যাচে অনায়াসেই টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটাও জিতে নিল ভারত। রোববার টস জিতে ভারত ব্যাট করতে পাঠায় উইন্ডিজকে। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে মাত্র ১২৯ রান। ৩৩ বলে ৩৪ রান করেন ক্রিস গেইল। অমিত মিশ্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত শর্মা (৬২) এবং বিরাট কোহলি (৫৪) এনে দেন অনায়াস জয়।
Discussion about this post