অমিত সম্ভাবনা নিয়ে যেন আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা হয়েছিল তার। এরপর সময় যতোই গেছে হয়ে উঠেছেন অপরিহার্য। দীর্ঘসময় জাতীয় দলে খেলার সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই একদিন এলোমেলো হয়ে গেল সবকিছু! মোটরসাইকেল দুর্ঘটনা শেষ করে দিল সম্ভাবনাময় ক্রিকেটার মানজারুল ইসলাম রানার জীবন। ২০০৭ সালের ১৬ মার্চ মর্মান্তিক সেই দুর্ঘটনা তাকে নিয়ে যায় না ফেরার দেশে। মাত্র ২৩ বছর বয়সেই শেষে জীবনের অধ্যায়!
তার সঙ্গে একইদিন প্রান হারান দেশের প্রথম শ্রেনীর ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু।
২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মানজারুলের। বাঁ-হাতি স্পিন বোলিং ও নীচের সারিতে লাগসই ব্যাটিং দিয়ে তিনি মুগ্ধ করেন ক্রিকেটপ্রেমীদের।
রানা জাতীয় দলের হয়ে খেলেছেন ৬ টেস্ট (২৫৭ রান এবং ৫ উইকেট) এবং ২৫ একদিনের আন্তর্জাতিক ম্যাচ (৩৩১ রান এবং ২৩ উইকেট।)
এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পূর্ব পশ্চিমের গ্যালারি স্ট্যান্ড মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড হিসেবে ঘোষণা করেছে।
স্মরণ শুধু এটুকুই। দুঃখজনক হলেও সত্য আমরা ভুলেই গেছি তাকে!
Discussion about this post