পথ হারানো বাংলাদেশ অবশেষে পথের দেখা পেল। এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে ছন্দ ফিরলেন মুশফিকুর রহীমরা। টি-টুয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে জয়ের ধারায় জাতীয় দল। শুক্রবার প্রস্তুতি ম্যাচে ৪৪ রানে অনায়াসে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ। এর আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছিলেন ক্রিকেটাররা।
ছুটির দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তারা ৩ উইকেট হারিয়ে তুলে ১৭৯ রান। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল। এনামুল ফিরেন ৩ রােন। পরে সাব্বির রহমান ২৩ করে ধরেন সাজঘরের পথ। ৩২ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে।
এরপরই আসে ঝড় তুলে বাংলাদেশ। আরেকটু সরাসরি বলা যায় চার-ছক্কায় দর্শক মাতান মুশফিক এবং সাকিব আল হাসান। মাত্র ৫৯ বলে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। এরমধ্যে সাকিব ৩২ বলে করেন ৫৮ রান। যাতে ছিল ৭ চার ও এক ছক্কা। মুশফিক ৩০ বলে করেন ৫৯। তার ইনিংসে ছিল ৮টি চার ও দুটি ছক্কা।
এরপর জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে আয়ারল্যান্ড। ৪৪ রান করেন উইলিয়াম পোর্টারফিল্ড।
ইনজুরি কাটিয়ে ফেরা মাশরাফি বিন মুর্তজা নেন দুই উইকেট।
১৬ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৯/৩ (তামিম ৩২, সাব্বির ২৩, সাকিব ৫৮*, মুশফিক ৫৯*; স্টার্লিং ১/১৮)
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৮ (পোর্টারফিল্ড ৪৪, টম্পসন ৩৫; সাকিব ২/১৩, মাশরাফি ২/২৮, আল-আমিন ১/১১, মাহমুদুল্লাহ ১/১৫)
ফল: বাংলাদেশ ৪৪ রানে জয়ী
Discussion about this post