প্রথমে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং এরপর লাহিরু থিরামান্নের অসাধারন সেঞ্চুরি! তাতেই শনিবার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল লঙ্কানরা। ৬ বছর পর ফের এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব তাদের।
মিরপুরে ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে পাকিস্তান। জবাবে ৪৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। অপরাজিত থেকেই এশিয়া কাপ পেল তারা।
মালিঙ্গার বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। তারপরও ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে মোটামুটি সম্মানজনক স্কোর করে মিসবাহ উল হকের দল। ওয়ানডেতে ১ম সেঞ্চুরি তুলে নেন ফাওয়াদ। করেন ১৩৪ বলে অপরাজিত ১১৪ রান। ইনিংসের শেষ ওভারে মালিঙ্গার পঞ্চম শিকারে পরিণত হওয়ার আগে ৪২ বলে ৫৯ রান করেন আকমল।
মালিঙ্গা ৫৬ রান দিয়ে নেন ৫ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল হয় লঙ্কানদের। সেই ছন্দ নিয়ে মাঠ ছাড়ে তারা। থিরিমান্নে খেলেন ১০১ রানের দারুণ এক ইনিংস। মাহেলা জয়াবর্ধানের ব্যাট থেকে আসে ৭৫। তবে ফাইনালসেরা মালিঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ২৬০/৫ (মিসবাহ ৬৫, ফাওয়াদ ১১৪*, আকমল ৫৯; মালিঙ্গা ৫/৫৬)
শ্রীলঙ্কা: ৪৬.২ ওভারে ২৬১/৫ (কৌশল ৪২, থিরিমান্নে ১০১, জয়াবর্ধনে ৭৫; আজমল ৩/২৬)
ম্যাচসেরা: লাসিথ মালিঙ্গা
টুর্নামেন্টসেরা: লাহিরু থিরিমান্নে।
Discussion about this post