বোলিংয়ে কিছুটা চমক দেখালেও ব্যাটিংয়ে পুরোদুস্তর ফ্লপ এবার আফগানিস্তান। সোমবার মিরপুরে আফগানিস্তানকে হেসেখেলে ১২৯ রানে হারিয়ে শ্রীলঙ্কা উঠে এল এশিয়া কাপের ফাইনালে।
টসে জিতে শ্রীলঙ্কা ব্যাটিং বেছে নেয়। শুরুর দিকে আফগানদের বোলিং ম্যাচে বড়কিছু করার স্বপ্ন জাগায়। শ্রীলঙ্কার দুই ওপেনার চটজলদি ফিরে যান। মাহেলা জয়াবর্ধনেও বেশিদুর যেতে পারেননি। তবে যথারীতি কুমার সাঙ্গাকারার ব্যাটে এই ম্যাচে নিরাপত্তা খুঁজে নেয় শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টানা দ্বিতীয় সেঞ্চুরির পথেই ছিলেন সাঙ্গাকারা। কিন্তু ৭৬ রানের সময় রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়েন তিনি। শ্রীলঙ্কার মিডলঅর্ডারে এই ম্যাচেও ব্যর্থ হন চান্দিমাল। শেষের দিকে অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুসের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার স্কোর গিয়ে পৌছায় ২৫৩ রানে। ম্যাথুস ৪১ বলে অপরাজিত ৪৫ রান করেন। মিরপুরের স্পিন সহায়ক ও ধীরগতির উইকেটে এই রান তাড়া করতে নেমে আফগানিস্তান শুরু থেকেই বিপদে পড়ে। সেই বিপদ থেকে তারা আর বেরিয়ে আসতে পারেনি। ৭৩ রানে শুরুর ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ নবী। কিন্তু শ্রীলঙ্কার অভিজ্ঞ পেস ও স্পিনের যুগপৎ আক্রমনের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি আফগানদের ব্যাটিং। ৩৮.৪ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে পড়ে আফগানিস্তান।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ম দলীয় স্কোর।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২৫৩/৬ (৫০ ওভারে, সাঙ্গাকারা ৭৬, পেরেইরা ৩৩, ম্যাথুস ৪৫*, আশরাফ ২/২৯)।
আফগানিস্তান: ১২৪/১০ (৩৮.৪ ওভারে, আসগর ২৭, নুর আলী ২১, মোহাম্মদ নবী ৩৭, মেন্ডিস ৩/১১, তিসারা পেরেইরা ৩/২৯, লাকমাল ২/৩০ সিলভা ২/২৯)।
ফল: শ্রীলঙ্কা ১২৯ রানে জয়ী।
ম্যাচসেরা: কুমার সাঙ্গাকারা।
Discussion about this post