আফগানিস্তানের পর এবার নামিবিয়ার বিপক্ষেও সহজ জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা দ্বিতীয় জয়ের পরও অবশ্য আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ নিশ্চিত হয়নি বাংলাদেশের তরুনদের।
আবুধাবিতে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের তরুণরা ৫২ রানে হারায় নামিবিয়াকে। গ্রুপের আরেক ম্যাচে বড় অঘটন ঘটাল আফগানিস্তান। তারা ৩৬ রানে হারিয়েছে ফেভারিট অস্ট্রেলিয়াকে।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে তুলে ৫ উইকেটে ২৩৩ রান। আফগানিস্তান ম্যাচে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান সাদমান এদিন করেন ৬৫। মোসাদ্দেক হোসেন ৭৬ বলে করেন অপরাজিত ৭০ রান।
অফ স্পিনার মোসাদ্দেক ২৯ রানে নেন ৩ উইকেট। ব্যাটে-বলে দারুণ নৈপুন্যে ম্যাচসেরা হয়েছেন তিনিই।
দিনের অন্য দুই ম্যাচে ভারত ৫ উইকেটে হারায় স্কটল্যান্ডকে এবং পাকিস্তান ১৪৫ রানের বড় ব্যবধানে জেতে পাপুয়া নিউগিনির বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৩৩/৫ (সাদমান ৬৫, জয়রাজ ২২, লিটন ৩১, মোসাদ্দেক ৭০*, নাজমুল ২২; কোয়েটজি ২/২৯)।
নামিবিয়া অনূর্ধ্ব-১৯ : ১৮১/১০ (পিচার্স ৪০, এরাসমাস ৩৭, কোটজে ৩৫; মোসাদ্দেক ৩/২৯, মুস্তাফিজুর ৩/২৪)।
ফল : বাংলাদেশ ৫২ রানে জয়ী।
ম্যাচসেরা : মোসাদ্দেক হোসেন
Discussion about this post