বাংলাদেশে আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য রোববার ঘোষণা করা হল নিউজিল্যান্ড দল।
কিন্তু সেই দলে নেই মারকুটে ব্যাটসম্যান জেসি রাইডার। অবশ্য বাজে ফর্ম নয়, মাঠের বাইরে অনিয়ন্ত্রিত জীবন-যাপনের জন্য বাদ দেওয়া হয়েছে তাকে। এইতো সেদিন ভারতের বিপক্ষে অকল্যান্ড টেস্টের আগের রাতে পানশালায় গিয়ে মদ পান করেছিলেন তিনি। এরই শাস্তি হিসেবে দলে রাখা হয়নি রাইডারকে।
দলে অধিনায়ক হিসেবে যথারীতি আছেন ব্রেন্ডন ম্যাককালাম।
১৬ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের বিশ্বসেরার লড়াই।
কিউই দল
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, অ্যান্টন ডেভসিচ, মার্টিন গাপটিল, রনিল হিরা, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মানরো, জিমি নিশাম, লুক রনকি, টিম সাউদি, রস টেলর এবং কেন উইলিয়ামসন।
Discussion about this post