১৯৯৫ সালের পর বাংলাদেশের আরেকটি ক্লাব উঠে এসেছিল আইএফএ শিল্ডের ফাইনালে। মোহামেডানের মতোই হতাশ হতে হল শেখ জামালকে।
প্রথম বাংলাদেশী ক্লাব হিসেবে কলকাতার ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের শিরোপা জিতে ইতিহাস গড়া হল না ধানমন্ডির এই ক্লাবটির। শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকে। ২৭ মিনিটের সময় হাইতির ফরোয়ার্ড সনি নর্দের ফ্রি-কিকে এগিয়ে যায় শেখ জামালকে। মেহরাজউদ্দিনের গোলে সমতা আনে কলকাতা মোহামেডান।
পরে অতিরিক্ত সময়েও গোল এলো না। অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতা। পরে সাডেন ডেথে কলকাতা মোহামেডান ৪-৩ গোলে হারায় শেখ জামালকে।
Discussion about this post