সুবিধাজনক অবস্থানটা ঠিকঠাক ধরে রাখতে পারল না ভারত। আগের দিন মনে হচ্ছিল ওয়েলিংটন টেস্ট বুঝি সহজেই জিততে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু রোববার ঠিকই প্রতিরোধের দেয়াল তুলে দাড়াল নিউজিল্যান্ড।
তৃতীয় দিনে উইকেটকিপার বিজে ওয়াটলিংকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ব্রেন্ডন ম্যাককালাম। আর তাতেই ৫ উইকেট হারিয়ে এখন কিউইদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২৫২ রান। সেঞ্চুরি তুলে নিয়েছেন ম্যাককালাম।
এ অবস্থায় ভারতের চেয়ে ৬ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
ম্যাককালাম অপরাজিত আছেন ১১৪ রানে। সঙ্গে ওয়াটলিংয়ের রান ৫২। ষষ্ঠ উইকেট জুটিতে তারা তুলেছেন ১৫৮ রান।
অকল্যান্ডে ১ম টেস্টে ৪০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ১৯২/১০ (উইলিয়ামসন ৪৭; ইশান্ত শর্মা ৬/৫১, সামি ৪/৭০) ও ২য় ইনিংসে ২৫২/৫ (ম্যাককালাম ১১৪* অ্যান্ডারসন ২, ওয়াটলিং ৫২*; শর্মা ০/৬৩, জহির ৩/৬০)
ভারত: ১ম ইনিংসে ৪৩৮/১০ (ধাওয়ান ৯৮, রাহানে ১১৮, ধোনি ৬৮; সাউদি ৩/৯৩, বোল্ট ৩/৯৯, ওয়াগনার ৩/১০৬)
#################################################
দাপটে এগুচ্ছে ভারত
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটসম্যান-বোলারদের দারুণ পারফরম্যান্সে ভারত জয়ের স্বপ্ন দেখছে। শনিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে কিউইদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। প্রথম ইনিংসে তাদের রান ছিল ১৯২। ভারতকে ফের ব্যাটিংয়ে পাঠাতে আরও চাই ২২২ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১৯২/১০ ও ২য় ইনিংস : ২৪/১ (ফুলটন ১, রাদারফোর্ড ১৮ ব্যাটিং, উইলিয়ামসন ৪ ব্যাটিং; জহির ১/৭)।
ভারত ১ম ইনিংস : ৪৩৮/১০ (ধাওয়ান ৯৮, পুজারা ১৯, ইশান্ত ২৬, কোহলি ৩৮, রাহানে ১১৮, ধোনি ৬৮, জাদেজা ২৬, জহির ২২; সাউদি ৩/৯৩, বোল্ট ৩/৯৯, ওয়াগনার ৩/১০৬)।
………………………………………………..
ইশান্ত একাই ধসিয়ে দিলেন কিউইদের
নিউজিল্যান্ড সফরে এই প্রথম পুরো একটা দিন মনে হল ভারত ঠিক ছন্দে আছে। আরেকটু সরাসরি বলা হয় ইশান্ত শর্মা ফিরে পেলেন সেই চেনা ছন্দ! আর তাতেই শুক্রবার ওয়েলিংটনে দারুন একটা দিন কাটল ভারতের। টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে মহেন্দ্র সিং ধোনির দল।
কিউইদের প্রথম ইনিংসে তারা অলআউট করে দিল ১৯২ রানে। ইশান্ত শর্মা ৫১ রান দিয়ে নিলেন ৬ উইকেট। ৫৫ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে এটাই তার সেরা বোলিং।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সবুজ ও শক্ত উইকেটে টস জিতেই এগিয়ে গিয়েেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ব্যাট করা এখানে বেশ কঠিন।
এদিকে দিন শেষে ১ম ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০০ রান।
অকল্যান্ডে ১ম টেস্টে ৪০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১ম ইনিংস ১৯২/১০ (৫২.৫ ওভার, উইলিয়ামসন ৪৭, অ্যান্ডারসন ২৪, নিসাম ৩৩, সাউদি ৩২, ইশান্ত ৬/৫১, সামি ৪/৭০)।
ভারত : ১ম ইনিংস ১০০/২ (ধাওয়ান ৭১ ব্যাটিং, ইশান্ত ৩ ব্যাটিং)।
(১ম দিন শেষে)
`vc‡U G¸‡”Q fviZ
I‡qwjsU‡b wbDwRj¨v‡Ûi wec‡¶ wØZxq I †kl †U‡÷ e¨vUmg¨vb-†evjvi‡`i `vi“Y cvidig¨v‡Ý fviZ R‡qi ¯^cœ †`L‡Q| kwbevi †U‡÷i wØZxq w`b †k‡l wKDB‡`i wØZxq Bwbs‡m msMÖn 1 DB‡K‡U 24 ivb| cÖ_g Bwbs‡m Zv‡`i ivb wQj 192| fviZ‡K ‡di e¨vwUs‡q cvVv‡Z AviI PvB 222 ivb|
msw¶ß †¯‹vi
wbDwRj¨vÛ 1g Bwbsm : 192/10 I 2q Bwbsm : 24/1 (dzjUb 1, iv`vi‡dvW© 18 e¨vwUs, DBwjqvgmb 4 e¨vwUs; Rwni 1/7)|
fviZ 1g Bwbsm : 438/10 (avIqvb 98, cyRviv 19, Bkvš— 26, †Kvnwj 38, ivnv‡b 118, †avwb 68, Rv‡`Rv 26, Rwni 22; mvDw` 3/93, †evë 3/99, IqvMbvi 3/106)|
Discussion about this post