ক্রিকেটারদের চলমান আন্দোলনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রথম দিনটি কার্যত খেলা ছাড়াই শেষ হলো। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার পর সন্ধ্যায় নির্ধারিত সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচটিও মাঠে গড়ায়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটার মাঠে না আসায় ম্যাচ আয়োজন বাতিল হয়ে যায়।
এই অচলাবস্থার মূল কারণ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্য। ওই মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে খেলা বয়কটের আলটিমেটাম দেয়। আজ সকালে বিসিবি নাজমুল ইসলামকে অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তবে তিনি বোর্ড পরিচালকের পদে বহাল থাকায় ক্রিকেটাররা বিসিবির এই সিদ্ধান্তে সন্তুষ্ট হননি।
বিকেলে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানিয়েছিলেন, নাজমুল ইসলামকে পরিচালক পদ থেকে সরানোর বিষয়ে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট নিশ্চয়তা দেওয়া হলে তারা সন্ধ্যার ম্যাচ খেলতে প্রস্তুত। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার পরও মাঠে কোনো খেলোয়াড়ের উপস্থিতি দেখা যায়নি।
যদিও সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে ছিলেন, খেলার কোনো প্রস্তুতি চোখে পড়েনি। সীমানাদড়ি খুলে নেওয়া হয় এবং পিচ ঢেকে রাখা হয়।
ক্রিকেটারদের অনড় অবস্থানের ফলে বিসিবির সামনে কঠিন বাস্তবতা দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বোর্ড এখন বিপিএল সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। বিকেলে আরেক দফা সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেন।
সমঝোতার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিপিএলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ক্রিকেটার ও বোর্ডের এই টানাপোড়েনে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট থমকে যাওয়ার আশঙ্কা আরও প্রকট হয়ে উঠেছে।









Discussion about this post