বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লিগ পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সোমবার রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয় তিনটি দলের প্লে-অফ নিশ্চিত করে দেয়। ফলে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া শেষ পর্বে লিগের বাকি ম্যাচগুলোতে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চতুর্থ ও শেষ প্লে-অফ স্থানটি।
পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স আগেভাগেই শেষ চারে জায়গা করে নিয়েছে। আট ম্যাচে ছয়টি জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে রাজশাহী রয়েছে টেবিলের শীর্ষে। চট্টগ্রাম রয়্যালস সাত ম্যাচে পাঁচটি জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সমান ১০ পয়েন্ট থাকলেও নয় ম্যাচ খেলে পাঁচটি জয় পাওয়ায় তৃতীয় স্থানে রয়েছে সিলেট টাইটান্স।
চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্সের অবস্থান এখনো পুরোপুরি নিরাপদ নয়। আট ম্যাচে চার জয় ও চার হারে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। যদিও বাস্তবতা বলছে, প্লে-অফে ওঠার দৌড়ে রংপুরই সবচেয়ে এগিয়ে। ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস আটটি করে ম্যাচ খেলে মাত্র দুটি করে জয় পেয়েছে।
প্লে-অফে যেতে হলে দুই দলকেই শেষ দুটি ম্যাচে জয় পেতে হবে। এই দুই দলের সঙ্গেই একটি করে ম্যাচ খেলবে রংপুর। ফলে রংপুর যদি যেকোনো একটি ম্যাচ জিততে পারে, তাহলে অন্য কোনো হিসাব ছাড়াই তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। এদিকে ঢাকা ও নোয়াখালীর বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস, যা তাদের জন্য পথকে আরও কঠিন করে তুলেছে।
লিগ পর্বের পর্দা নামতে আর বেশি সময় নেই। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের শেষ ছয়টি ম্যাচ। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ পর্ব এবং ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।










Discussion about this post