বিপিএল নিলামকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটে চলছে নতুন এক উত্তেজনা। রেড ফ্ল্যাগ তালিকায় থাকার কারণে নিলাম থেকে নাম সরিয়ে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়ের। সেই সিদ্ধান্তকে ‘অন্যায়’ এবং ‘মানহানিকর’ দাবি করে বিসিবির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন তিনি।
আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে প্রবেশের পর গণমাধ্যমের সামনে নিজেই তা নিশ্চিত করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
বিজয় জানান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি ও উপদেষ্টার উদ্দেশে তিনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, যা বিসিবি গ্রহণ করেছে। তবে নোটিশের বিষয়বস্তু তিনি প্রকাশ করেননি। বলেন, সব তথ্য তার আইনজীবী জানাবেন এবং ২ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ’
বিজয়সহ মোট নয়জন ক্রিকেটারের নাম রেড ফ্ল্যাগ তালিকায় থাকায় তাদের ২০২৬ বিপিএলের নিলাম থেকে বাদ দেওয়া হয়। এরপর নাম পুনঃসংযোজনের দাবিতে তিনটি রিট পিটিশন করা হলেও হাইকোর্ট সেগুলো খারিজ করে দিয়েছেন। ফলে নিলাম থেকে বাদ পড়ার সিদ্ধান্ত বহাল থাকায় ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। বিজয়ই এখন এই লড়াইয়ের মুখপাত্র হয়ে উঠেছেন।
ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগই এই নিষেধাজ্ঞার কারণ বলে মনে করা হচ্ছে, যদিও বিজয় দৃঢ়ভাবে তা অস্বীকার করেছেন। তার দাবি, কোনো তদন্তে দোষী সাব্যস্ত না হয়েও তাঁকে এবং আরও কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে, যা শুধু অবিচার নয়, তাঁর সম্মান ক্ষুণ্ণ করেছে। তাই আইনি পদক্ষেপই এখন তাঁর শেষ ভরসা।
গত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন এনামুল হক বিজয়। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৩৯২ রান করে তিনি টুর্নামেন্টের শীর্ষ রানসংগ্রাহকদের তালিকায় ছিলেন পাঁচ নম্বরে। তবে ওই ফ্র্যাঞ্চাইজিটির চেক বাউন্সসহ নানা আর্থিক সমস্যাও সরব হয়েছিল কয়েকবার, যা পরোক্ষভাবে বিতর্কের জন্ম দেয়।
বিজয়ের মতোই মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমানসহ আরও কয়েকজন ক্রিকেটার নিলামে সুযোগ পাননি। বিষয়টি নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করলেও বিজয়ই সবচেয়ে সরব অবস্থান নিয়েছেন এবং সরাসরি বিসিবির বিরুদ্ধে আইনগত লড়াই শুরু করেছেন।









Discussion about this post