বিপিএলের এবারের নিলামে দলগুলোর নজর ছিল প্রয়োজনমতো খেলোয়াড় নেওয়ার দিকে, ফলে খরচের অঙ্কগুলোও ছিল বিসিবির নির্ধারিত সীমার অনেক নিচে।
দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ সাড়ে চার কোটি এবং বিদেশিদের জন্য সাড়ে তিন লাখ ডলার খরচের সুযোগ থাকলেও কোনো দলই সেই সীমা স্পর্শ করেনি। প্রত্যেক দল কোটি টাকার ঘরে ব্যয় করলেও তা ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত।
নিলামে সর্বোচ্চ ব্যয় করেছে রংপুর রাইডার্স। দলটি ১২ ক্রিকেটার নিতে খরচ করেছে ৪ কোটি ১৬ লাখ টাকা। তাদের পরেই রয়েছে চট্টগ্রাম রয়্যালস, যাদের মোট ব্যয় ৩ কোটি ৮৭ লাখ টাকা। এই অঙ্কের উল্লেখযোগ্য অংশ গিয়েছে মোহাম্মদ নাঈমকে দলে ভিড়াতে, যার জন্য তারা ব্যয় করেছে ১ কোটি ১০ লাখ টাকা।
রাজশাহী ওয়ারিয়র্সও বেশ সক্রিয় ছিল নিলামজুড়ে। সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার কিনে তাদের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। ঢাকা ক্যাপিটালস ৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় করার পাশাপাশি বিদেশি কোটা থেকেও সবচেয়ে বেশি খেলোয়াড় নিয়েছে-তিনজন। বিদেশি ক্রিকেটারের জন্য তারা মোট খরচ করেছে ৭৫ হাজার ডলার, যা নিলামে সর্বোচ্চ বিদেশি ব্যয়।
অন্যদিকে সিলেট টাইটানস খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা; আর সবচেয়ে কম ব্যয়ে দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। স্থানীয় ১২ জন খেলোয়াড় নিয়ে তাদের দল গড়তে খরচ হয়েছে ২ কোটি ৬৩ লাখ টাকা। বিদেশি ক্রিকেটার কেনার সুযোগ থাকলেও তারা সেই পথে হাঁটেনি, যেমনটি দেখা গেছে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রেও।










Discussion about this post