বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে নতুন নাম মোহাম্মদ আশরাফুল। সাবেক এই অধিনায়ক আজ প্রথমবারের মতো মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন নতুন দায়িত্বের অংশ হিসেবে। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ব্যাটিং কোচ হিসেবে তাঁর যাত্রা শুরু হচ্ছে কাল থেকে, সিলেটে প্রথম টেস্টের প্রস্তুতি নিতে দলের সঙ্গেই যাচ্ছেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘দেশের হয়ে কাজ করার সুযোগ পেয়েছি, সেটাই সবচেয়ে বড় পাওয়া। এক ম্যাচের জন্য হলেও কাজ করার সুযোগ পাওয়া গর্বের। যতদিন দায়িত্বে থাকি, সৎভাবে শতভাগ দেওয়ার চেষ্টা করব।’
দীর্ঘ দুই দশকের খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন আশরাফুল। অবসরের পর কোচিংয়ে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। সাম্প্রতিক এনসিএলে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর আগে রংপুর রাইডার্স ও ধানমন্ডি ক্লাবেও কাজ করেছেন।
নিজের অভিজ্ঞতা থেকেই ব্যাটসম্যানদের সাহায্য করতে চান বলে জানান তিনি, ‘আমার ক্যারিয়ারে যেমন ভালো ইনিংস আছে, তেমনি খারাপও আছে। আমি চাই আমার সেই অভিজ্ঞতাগুলো তরুণদের সঙ্গে ভাগ করতে। আমি নিজে ধারাবাহিক হতে পারিনি, কিন্তু এখন চেষ্টা করব যেন ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করতে শেখে।’
কোচিংয়ের দায়িত্ব মানেই ফলাফলনির্ভর চাপ-এটা জানেন আশরাফুল। তবু চাপকে ভয় না পেয়ে এটাকেই নিজের স্বাভাবিক পরিবেশ হিসেবে দেখছেন তিনি। ‘ফল নির্ভর কাজ করতে গেলে চাপ থাকবেই। আমি আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর খেলেছি, সেই সময় অনেক চাপ সামলেছি। জীবনের বড় চাপও পেরিয়ে এসেছি। তাই এখন এসব নিয়ে ভাবি না,’ বলেন তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে।
সম্প্রতি রুবেল হোসেনের কটাক্ষপূর্ণ মন্তব্য নিয়ে যখন সমালোচনা চলছে, তখন আশরাফুল বিষয়টি ঠান্ডা মাথায় নিয়েছেন, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। সে আমার অধীনে খেলেছে, মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই।’






Discussion about this post