চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ১৬ রানে হেরে ব্যাকফুটে থাকা লিটন দাসের দলকে আজ জিততেই হবে। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে।
টস ভাগ্য আজও বাংলাদেশের পক্ষে থাকল না। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। অর্থাৎ, আগের ম্যাচের মতো এবারও রান তাড়ায় ব্যাট করতে হবে বাংলাদেশকে। টানা দুই ম্যাচেই টসে হেরেছেন লিটন দাস।
বাংলাদেশ আজকের ম্যাচে এক পরিবর্তন এনেছে। একাদশে ফিরেছেন জাকের আলী অনিক, বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আগের একাদশই অপরিবর্তিত রেখেছে।
প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো হলেও শেষ দিকে হাল ছেড়ে দেয় বোলাররা। ১৭ ওভার পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও শেষ তিন ওভারে ৫১ রান দেন তারা। রভম্যান পাওয়েলের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম ছয় ব্যাটসম্যানের মিলিত রান ছিল মাত্র ৬২। পরের সারির লড়াই সত্ত্বেও ১৬ রানের ব্যবধানে হার মেনে নিতে হয় লিটনদের।
আজ তাই সব নজর থাকবে ব্যাটিংয়ে উন্নতির দিকে। রান তাড়ায় ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারলেই সিরিজে সমতা ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ একাদশে আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে ও জেডন সিলস।










Discussion about this post