জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন আসরে প্রথম জয় তুলে নিল চট্টগ্রাম বিভাগ। আগের দিন খুলনা জয়ের হাসি হাসলেও সোমবার চতুর্থ দিনে রাজশাহীকে হারিয়ে জয়ধ্বনি তুলেছে শাহাদাত হোসেন দিপুর দল। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১১২ রানে হেরে যায় রাজশাহী।
তৃতীয় দিন শেষে রাজশাহী ছিল ৪ উইকেটে ২১৯ রানে। হাতে তখন ছয় উইকেট, সামনে আরও ২৬৪ রানের চ্যালেঞ্জ। কিন্তু শেষ দিনে আর পারেনি তারা। ৩৭০ রানে থেমে যায় রাজশাহীর দ্বিতীয় ইনিংস, চট্টগ্রাম তুলে নেয় দারুণ জয়।
চট্টগ্রামের জয়ের ভিত গড়ে দিয়েছিল তাদের প্রথম ইনিংস। ইয়াসির আলী চৌধুরী রাব্বির ব্যাটে ৪০১ রান তোলে দলটি। রাজশাহী সাড়া দিতে গিয়ে গুটিয়ে যায় মাত্র ১৯৬ রানে। বিশাল লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে আরও ২৭৭ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম।
দুই ইনিংসেই দাপুটে ব্যাটিং করেছেন ইয়াসির আলী। প্রথম ইনিংসে ১২৯ ও দ্বিতীয় ইনিংসে ৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ২২১ রানে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটারদের দাপটে ড্র হয়েছে ময়মনসিংহ ও সিলেটের ম্যাচ। প্রথম ইনিংসে ময়মনসিংহ তোলে ৪০১ রান, জবাবে সিলেট করে আরও বেশি ৪৮৯। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থাকা ময়মনসিংহ ২৭২ রানে ৯ উইকেট হারালে ম্যাচ গড়ায় ড্রয়ে।
এনসিএলের আরেক ম্যাচে ঢাকা–রংপুর লড়াইয়েও হয়নি কোনো ফল। সিলেট একাডেমি গ্রাউন্ডে মাহিদুল ইসলাম অঙ্কনের ঢাকার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। কিন্তু আলোকস্বল্পতার কারণে সময়ের আগেই ম্যাচের ইতি টানেন আম্পায়াররা, বেঁচে যায় রংপুর।










Discussion about this post