বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার এবার জায়গা করে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে। নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ, আগেই চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে এমআই এমিরেটস। আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে নিলামে ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। তার দলে আছেন দিনেশ কার্তিক, সিকান্দার রাজা, টিম সাউদি ও টিম ডেভিডের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
আগেই জানা গিয়েছিল, ইংলিশ পেসার লুক উডের বদলে দুবাই ক্যাপিটালসে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবার সেই স্কোয়াডও চূড়ান্ত হয়েছে। অভিজ্ঞ এই বাঁহাতি পেসার সতীর্থ হিসেবে পাচ্ছেন মোহাম্মদ নবি, রভম্যান পাওয়েল, টাইমাল মিলস ও জিমি নিশামকে।
আইএল টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। কিন্তু একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে চায় বিপিএল। সে কারণে শুরুর কিছু ম্যাচ খেললেও পুরো আসরে তাসকিন ও মুস্তাফিজকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
Discussion about this post