দুই দিন আগেই স্বস্তির খবরটা পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিদায়ে নিশ্চিত হয়েছে সুপার ফোরে জায়গা। এবার শুরু হচ্ছে নতুন লড়াই, নতুন মঞ্চ। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে লিটন দাসের দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের শুরুটা ছিল অনিশ্চয়তায় ভরা। তিন ম্যাচে দুটি জয় পেলেও সরাসরি সুপার ফোর নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। তাকিয়ে থাকতে হয়েছিল আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে। শেষ পর্যন্ত লঙ্কানদের ছয় উইকেটের জয়ই ভরসা এনে দেয় টাইগারদের।
তবে মূল লড়াই শুরু হচ্ছে এখন। ফাইনালের দৌড়ে টিকে থাকতে সুপার ফোরের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আর প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে এই লঙ্কানদের কাছেই হেরেছিল বাংলাদেশ। সেই আঘাত সামলে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ সামনে।
পরিসংখ্যানে শ্রীলঙ্কার দাপটই স্পষ্ট। টি–টোয়েন্টিতে দুই দলের ২১ লড়াইয়ে লঙ্কানদের জয় ১৩টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র ৮টিতে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা দিয়েছে টাইগাররাও। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতেই তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
পরিস্থিতিও এবার কিছুটা বাংলাদেশের অনুকূলে। আফগানিস্তানকে হারানোর পর চার দিন বিশ্রাম পেয়েছে টাইগাররা। অন্যদিকে টানা ম্যাচ খেলতে গিয়ে ক্লান্ত শ্রীলঙ্কাকে আবার আবু ধাবি থেকে দুবাইয়ে ভ্রমণ করতে হয়েছে। গরম আবহাওয়াও ভোগাতে পারে তাদের।
তবে টাইগারদের জন্য আরেকটি চ্যালেঞ্জ সামনে। গ্রুপ পর্বে সব ম্যাচ খেলেছে আবু ধাবির ধীরগতির উইকেটে। সুপার ফোরে খেলতে হবে দুবাইয়ের তুলনামূলক স্পোর্টিং উইকেটে। নতুন পরিবেশে কেমন মানিয়ে নিতে পারে লিটন-তাসকিনরা, তার ওপর অনেকটাই নির্ভর করবে ফলাফল।
Discussion about this post