এশিয়া কাপে গ্রুপপর্বের প্রতিযোগিতা শেষে নিশ্চিত হয়েছে শেষ চারের চারটি দল। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় বাংলাদেশের ভাগ্য উজ্জ্বল করে দিয়েছে। নেট রানরেটে পিছিয়ে থাকলেও আগেই দুই জয় তুলে রাখা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। গ্রুপের অপরাজেয় শ্রীলঙ্কা পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেছে।
‘এ’ গ্রুপে পরিস্থিতি ছিল অনেকটাই সহজ। প্রথম থেকেই পরিষ্কার ছিল ভারত ও পাকিস্তানই যাবে পরবর্তী ধাপে। ভারত টানা দুই জয় নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে থেকে এগিয়েছে, পাকিস্তান হেরেছে কেবল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। ওমান ও আমিরাতকে হারালেও নেট রানরেটে তারা দ্বিতীয় স্থানে থেকে জায়গা নিশ্চিত করেছে সুপার ফোরে।
আফগানিস্তান শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে হেরে সব আশা হারায়। রশিদ খানের দলের সংগ্রহ তিন ম্যাচে মাত্র এক জয়, ফলে তাদের বিদায় নিশ্চিত হয়। হংকংও টুর্নামেন্টে কোনো জয় না পেয়েই গ্রুপপর্ব থেকে ছিটকে গেছে।
এখন শুরু হচ্ছে মূল লড়াই—সুপার ফোর। চার দলের মধ্যে প্রতিটি দল অপর তিন দলের সঙ্গে একবার করে খেলবে। ফলে প্রত্যেকের হাতে থাকবে সমান তিনটি সুযোগ। এখান থেকেই নির্ধারণ হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালের দুই দল।
সূচি অনুযায়ী ২০ সেপ্টেম্বর দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপর ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের সামনে আরও দুটি চ্যালেঞ্জ—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে লড়াই। ২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শেষ হবে সুপার ফোর পর্ব। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
সুপার ফোর সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুবাই
২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দুবাই
২৩ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা আবুধাবি
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান দুবাই
২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা দুবাই
২৮ সেপ্টেম্বর ফাইনাল দুবাই
*প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়
Discussion about this post