এশিয়া কাপের সুপার ফোরে জায়গা পাওয়ার দৌড়ে এখনো টিকে আছে বাংলাদেশ। তবে সব হিসাব-নিকাশ নির্ভর করছে আজ আবুধাবিতে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর। বাংলাদেশের ক্রিকেটাররা বসে থাকবেন, কিন্তু মাঠের প্রতিটি বলের সঙ্গেই জড়িয়ে থাকবে তাদের ভাগ্য।
যদি শ্রীলঙ্কা জেতে, তাহলে খুব সহজ সমীকরণে সুপার ফোরে যাবে বাংলাদেশ। লঙ্কানদের পয়েন্ট হবে ৬, বাংলাদেশের ৪ আর আফগানিস্তান থাকবে ২ পয়েন্টে। ফলে নিশ্চিত হবে দুই দলের পরবর্তী পর্বে যাওয়া।
কিন্তু আফগানিস্তান যদি জয় পায়, তখন কঠিন হয়ে উঠবে টাইগারদের পথচলা। শুধু জিতলেই হবে না, অন্তত ৬৫–৭০ রানের ব্যবধান বা ৫০ বল হাতে রেখে জিততে হবে আফগানদের, তবেই বাংলাদেশের সামান্য আশা থাকবে। রান রেটের হিসাবেই নির্ধারণ হবে সুপার ফোরের দ্বিতীয় দল। বর্তমানে আফগানদের নেট রান রেট (+২.১৫০) বাংলাদেশের (-০.২৭০)-এর চেয়ে অনেক এগিয়ে।
শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা জানালেন, দলের লক্ষ্য শুধু জেতা নয়, বরং মানসম্মত দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করা। তিনি স্বীকার করেছেন, বাংলাদেশের সমর্থকরা লঙ্কানদের জয় দেখতে চাইবে। আফগানদের স্পিন আক্রমণ নিয়ে সতর্ক তিনি, তবে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলেও জানিয়েছেন। অন্যদিকে আফগান অধিনায়ক রশিদ খান মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল শুধরে নিতে পারলেই শ্রীলঙ্কার বিপক্ষে ইতিবাচক ফল সম্ভব।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর মধ্যে ৫ বার জিতেছে লঙ্কানরা, ৩ বার আফগানরা। পরিসংখ্যান যেমন লঙ্কানদের পক্ষে, তেমনি বাংলাদেশের সমর্থকরাও কাল তাঁদের জয়ের অপেক্ষায় থাকবেন।
বাংলাদেশের সুপার ফোরের টিকিট তাই এখন অন্যের হাতে। আবুধাবির ম্যাচের ফলই নির্ধারণ করবে টাইগারদের আগামী পথ।
Discussion about this post