আবুধাবিতে এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। হংকংকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট নিশ্চিত করেছে টাইগাররা। ব্যাট হাতে সামনে থেকে দলকে পথ দেখালেন অধিনায়ক লিটন দাস-৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।
শুরুতে হংকংকে চাপে রেখেছিল বাংলাদেশের বোলাররা। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের নৈপুণ্যে প্রতিপক্ষ থেমে যায় ১৪৩ রানে। জবাবে রান তাড়ায় দ্রুত দুই উইকেট হারালেও লিটনের শান্ত ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে লিটন দাস বলেন, ‘প্রথম ম্যাচ জেতাটা সবসময় খুব গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সিরিজগুলোতে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এশিয়া কাপে চাপ ভিন্ন ধরনের। আজ আমরা দল হিসেবে ভালো খেলেছি। আমাদের পেসাররা দারুণ করছে, আর রিশাদকে পাওয়ায় ঘাটতি মিটেছে।’
উইকেটের ধীরগতির ব্যাখ্যায় অধিনায়ক বলেন, ‘উইকেটটা একটু ধীর ছিল। তাই মাঝের ওভারগুলোতে সাবধান থাকতে হয়েছে। বড় শট খেলার সুযোগ ছিল না, বরং সিঙ্গেল-ডাবলসের দিকেই মনোযোগ দিতে হয়েছে।’
দারুণ জয়ের পর প্রতিপক্ষ হংকং নিয়েও লিটনের মন্তব্য, ‘হংকং ভালো ব্যাট করেছে। বড় মাঠে রান তোলা সহজ ছিল না। তাদের নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ ছিল।’
এশিয়া কাপে পা রাখার আগে টানা কয়েকটি সিরিজ জিতে আত্মবিশ্বাসী হয়ে এসেছে বাংলাদেশ। জয় দিয়ে শুরু করায় তাই খুশি লিটন, ‘প্রথম ম্যাচটা জেতা দারুণ গুরুত্বপূর্ণ ছিল। এই জয় আমাদের সামনে এগোতে আত্মবিশ্বাস দেবে।’
এবার লিটন দাসদের সামনে শ্রীলঙ্কা। আগামী ১৩ সেপ্টেম্বর আবুধাবির মাঠেই এই লড়াই!
Discussion about this post