আগামী বছর আয়োজন হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি, যা চলবে সম্ভাব্যভাবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত। তথ্যটি জানিয়েছে ক্রিকেট-বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো।
বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের অন্তত পাঁচটি ভেন্যু এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে। ফাইনালের জন্য প্রাথমিকভাবে দুটি জায়গা বিবেচনায় আছে—আহমেদাবাদ ও কলম্বো। অন্য যেকোনো দল ফাইনালে গেলে ভেন্যু হবে আহমেদাবাদ
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে দীর্ঘদিন। সে কারণে দুই দেশের মধ্যে ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা দেখা দেয়। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে তিন বছরের এক সমঝোতা চুক্তি কার্যকর আছে-যেখানে ঠিক করা হয়েছে, দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না।
২০ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ১৫ দল জায়গা নিশ্চিত করেছে। তারা হলো-ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।
এর মধ্যে ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। বাকি ৫ দল আসবে বাছাইপর্ব থেকে-আফ্রিকা অঞ্চল থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ৩টি।
২০২৪ আসরের মতোই এবারও থাকছে একই ফরম্যাট। ২০ দল ভাগ হবে ৪টি গ্রুপে, প্রতিটিতে ৫টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ ২ দল যাবে সুপার এইটে। সুপার এইটে ৮ দল আবার ভাগ হবে ২ গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে সেরা ২ দল জায়গা পাবে সেমিফাইনালে।
Discussion about this post