মরুর বুকে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ২০২৫। রাতের আলোয় মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ, যেখানে লড়াইয়ে নামবে আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্ব শেষে হবে সুপার ফোর রাউন্ড, আর প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
খেলাটি মাঠে যেমন উত্তেজনা ছড়াবে, তেমনি মাঠের বাইরে ধারাভাষ্য কক্ষে জমে উঠবে ক্রিকেটের আরেক মঞ্চ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবার ঘোষণা করেছে এক তারকাখচিত ধারাভাষ্যকার তালিকা, যেখানে জায়গা পেয়েছেন ক্রিকেট ইতিহাসের বহু কিংবদন্তি।
ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার ও সাবেক কোচ রবি শাস্ত্রী আছেন সেই তালিকায়। আরও রয়েছেন সঞ্জয় মাঞ্জরেকর, রবিন উথাপ্পা এবং নিউজিল্যান্ডের পরিচিত মুখ সাইমন ডুল।
বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই দলে জায়গা পেয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকা আতহার এবারের আসরেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
ধারাভাষ্য প্যানেলে আরও রয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস, শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, পাকিস্তানের বাজিদ খান, দক্ষিণ আফ্রিকার মাইক হেসমান। উপস্থাপক হিসেবে থাকছেন সঞ্জনা গণেশন, উরুজ মুমতাজ, তনভি শাহ, সমীর কোচার ও ম্যাট ফ্লয়েড।
এক নজরে ধারাভাষ্যকারদের তালিকা-
সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকর, রবিন উথাপ্পা, সাইমন ডুল, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সঞ্জনা গণেশন, রাসেল আর্নল্ড, বাজিদ খান, মাইক হেসমান, ম্যাট ফ্লয়েড, আতহার আলি খান, উরুজ মুমতাজ, তনভি শাহ, ও সমীর কোচার।
Discussion about this post