বাংলাদেশি ব্যাটিং কোচদের মানোন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন দিনের বিশেষ ব্যাটিং কর্মশালা। ‘রান স্কোরিং শো’ নামের এ কর্মশালা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
অভিজ্ঞ অস্ট্রেলিয়ান কোচ অ্যাশলে রস থাকছেন প্রধান দায়িত্বে, যার খ্যাতি রয়েছে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে। তাকে সহায়তা করতে আসছেন ইয়ান রেইনশ। বিসিবির উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২০ জন ক্রিকেটার ও কোচ এ কর্মশালায় অংশ নেবেন।
তালিকায় অন্যতম নাম মাহমুদউল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার নতুন করে কোচিং ক্যারিয়ারে নাম লেখাতে যাচ্ছেন এই সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক কোচ হওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার রসের কর্মশালাই হয়ে উঠছে তাঁর কোচিং যাত্রার প্রথম ধাপ। তবে বিসিবির আমন্ত্রণ পেলেও অংশ নিচ্ছেন না আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এখনও টেস্ট খেলে যাচ্ছেন তিনি, তাই আপাতত এই কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী নন।
মাহমুদউল্লাহর পাশাপাশি থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভ, ফজলে মাহমুদ রাব্বি, নাইম ইসলাম, নাজিমউদ্দিন ও মার্শাল আইয়ুব। কোচদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, রাজিন সালেহ, নাসিরউদ্দিন ফারুক, তুষার ইমরান, হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও জাহাঙ্গীর আলম।
শুধু এই কর্মশালাই নয়, সেপ্টেম্বরে আরও একটি বড় আয়োজন করছে বিসিবি। ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর মিরপুরেই শুরু হবে লেভেল-থ্রি কোচিং কোর্স। এর জন্য আনা হচ্ছে অস্ট্রেলিয়ার রস টার্নার, অ্যালেন ক্যাম্পবেল এবং জিওফ লওসনকে। সঙ্গে থাকবেন বাংলাদেশি কোচিং আইকন আমিনুল ইসলাম বুলবুল।
Discussion about this post