বাংলাদেশ ক্রিকেটের নতুন মৌসুমে এবার জোর দেওয়া হচ্ছে আঞ্চলিক কাঠামোর ওপর। সেই ভাবনা থেকেই আজ চট্টগ্রামে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বিভাগীয় ১১টি জেলা দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন আকরাম খান ও নাজমুল আবেদীন ফাহিম।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে প্রতিদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে, আর ১০ সেপ্টেম্বর দিবারাত্রির আলোয় হবে ফাইনাল। স্থানীয়ভাবে ৭০ শতাংশ অর্থায়নের মাধ্যমে টুর্নামেন্টের আয়োজন সম্ভব হওয়ায় বিসিবি সভাপতি এটিকে দেশের ক্রিকেট বিকাশের জন্য বড় সাফল্য বলছেন, ‘স্থানীয় পর্যায়ে আগ্রহ দেখিয়েছে পৃষ্ঠপোষকেরা। অনেকে পাঁচ বছরের জন্য স্পনসর হতে চাইছে। এর মানে আঞ্চলিক ক্রিকেট ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আছে, তা দৃশ্যমান।’
বিসিবি সভাপতি আরও জানান, উন্নয়নের জন্য বোর্ড দুই ধারায় এগোচ্ছে। প্রথমটি হলো ‘বটম আপ অ্যাপ্রোচ’- যেখানে রাজশাহীতে বয়সভিত্তিক লিগ ও কোচদের প্রশিক্ষণ আয়োজন হয়েছে। দ্বিতীয়টি ‘টপ টাওয়ার অ্যাপ্রোচ’-যার আওতায় জেলা পর্যায়ের সিনিয়র ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বুলবুল বলেন, ‘এই ইভেন্টের মাধ্যমে প্রতিটি জেলা জানবে, শক্তিশালী দল গড়তে হলে কীভাবে নিজেদের প্রস্তুত করতে হবে।’
টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছেন আকরাম খানও। তার মতে, চট্টগ্রামের এই প্রতিযোগিতা থেকেই নতুন প্রতিভা উঠে আসবে, যারা ভবিষ্যতে বিভাগীয় দল বা এনসিএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাবে। তিনি আরও জানান, প্রথম শ্রেণির ক্রিকেটাররা যেরকম সুযোগ-সুবিধা পেয়ে থাকে, এখানেও দলগুলো সেই মানের সেবা পাচ্ছে।
দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ফর্টিস রাঙামাটি, ক্লিফটন খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি চট্টগ্রাম ও এবি ব্যাংক চাঁদপুর। আর ‘বি’ গ্রুপে খেলছে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া, ফর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, কন্টিনেন্টাল কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী ও এশিয়ান বান্দরবান।
চট্টগ্রামের এই টুর্নামেন্ট আসলে বিসিবির বড় পরিকল্পনার শুরু মাত্র। অক্টোবর থেকে রাজশাহী ও চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সারা দেশের বিভাগীয় শহরে শুরু হবে আরও বড় পরিসরের ২০ ও ৫০ ওভারের প্রতিযোগিতা। লক্ষ্য একটাই-প্রতিটি জেলা থেকে প্রতিভা খুঁজে বের করা, তাদের পরিচর্যা করা এবং জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন গড়ে তোলা।
Discussion about this post