ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। আজ বৃহস্পতিবার ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১৪৬ রান তুলতে সক্ষম হয় অ্যান্টিগা। জবাবে ৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নেয় নাইট রাইডার্স।
ব্যাট হাতে ফের ব্যর্থ হন সাকিব আল হাসান। তিনি ১৪ বলে মাত্র ১৩ রান করে আউট হন। যদিও বল হাতে পুরো চার ওভার সম্পন্ন করে ১ উইকেট শিকার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ইনিংসের শুরুতেই কলিন মানরোকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি, তবে তাতেও দলের ভাগ্য বদলায়নি।
অ্যান্টিগার ইনিংসে সর্বোচ্চ রান আসে ওপেনার জুয়েল অ্যান্ড্রুর ব্যাট থেকে। তিনি ৩১ বলে ৪০ রান করেন। মিডল অর্ডারে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭* এবং উসামা মির ২৬ বলে ৩৪ রানের দুটি কার্যকর ইনিংস খেললেও বড় সংগ্রহ গড়ে তুলতে পারেনি দলটি। প্রতিপক্ষের হয়ে মোহাম্মদ আমির ৩টি এবং আকিল হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় শুরুতেই একটি উইকেট হারালেও কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের জুটিতেই ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৮৭ রান। কার্টি ৪৫ বলে ৬০ রানে আউট হলেও হেলস ৪৬ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। নিকোলাস পুরানও ঝড়ো ব্যাটিংয়ে (১১ বলে ২৩*) দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে নাইট রাইডার্স। অন্যদিকে ৭ ম্যাচে ৩ জয়ের পরও অ্যান্টিগা শীর্ষে আছে, তবে প্রতিদ্বন্দ্বীরা তাদের চেয়ে কম ম্যাচ খেলায় অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
Discussion about this post