বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে দুপুরে সিলেটের উদ্দেশে রওনা হয়ে পৌঁছেছেন ম্যাচ ভেন্যুতে।
বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুটি ম্যাচ। প্রতিটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে।
এবারই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। বিমানবন্দরে নামার পর ডাচ ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হয়। তাদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ক্রিকেট ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। আন্তর্জাতিক অঙ্গনে মোট আটবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডের লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটিতে, ডাচরা জিতেছে তিন ম্যাচে। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২২ ও ২০২৪) ডাচদের বিপক্ষে জয়ের রেকর্ড রয়েছে লাল-সবুজদের।
টাইগাররা সর্বশেষ খেলেছিল জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে। মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ডাচদের বিপক্ষে সিরিজকে এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
আগামী ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। এরপর একই ভেন্যুতে খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
Discussion about this post