দীর্ঘদিন ধরে নীরব। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থেকে সরে গিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। টেস্ট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করার পর অনেকেই ভেবেছিলেন-সম্ভবত এখানেই ইতি টানতে চলেছেন বিরাট কোহলি। কিন্তু সাম্প্রতিক একটি ছবি যেন সব জল্পনাকে নতুন মোড় দিল।
লন্ডনের রাস্তায় হাঁটা কিংবা ভক্তদের সঙ্গে ছবি তোলা-এসব সাধারণ মুহূর্তেই খোঁজা হচ্ছিল অসাধারণ ইঙ্গিত। এবার পাওয়া গেল তা-ই। ট্রেনিংয়ের পোশাক পরে বিরাটের সেই ছবি প্রকাশ্যে আসতেই ক্রিকেটমহল গুঞ্জন তুলেছে,‘কোহলি ফিরছেন!’
সমর্থকদের প্রতিক্রিয়াই বলছে, ক্রিকেটপ্রেমীরা এখনো তাকে ছেড়ে দিতে প্রস্তুত নন। কেউ কেউ লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে বিরাট এখনো অনুপস্থিত থাকার মতো নাম নন।’ আবার অনেকে ধরে নিয়েছেন, এই অনুশীলনই তাঁর প্রত্যাবর্তনের প্রথম ধাপ।
প্রশ্ন কিন্তু থেকেই যায়-কবে নাগাদ ফিরবেন? সূচি বলছে, এখনই নয়। এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ, সব মিলিয়ে বিরাটকে ফিরতে সময় লাগবে কয়েক মাস। তবে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজেই হয়তো আবারও দেশের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।
বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেটকে যিনি নিজের কাঁধে বহন করেছেন, তার প্রত্যাবর্তনের প্রতিটি গুঞ্জন তাই ভক্তদের কাছে স্বস্তি ও উত্তেজনার নাম। নীরবতায় কাটানো এই সময় আসলে কি তাঁর দ্বিতীয় ইনিংস শুরুর প্রস্তুতি? উত্তর দেবে সময়ই।
Discussion about this post