ক্রিকেট মাঠে এখনো পুরোপুরি নিজের জায়গা পাকা হয়নি, তবে ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন অর্জুন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে বুধবার মুম্বাইয়ে ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সেরেছেন ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে।
খাদ্য ও হোটেল শিল্পে সুপরিচিত মুম্বাইয়ের ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’-এর মালিক। সানিয়া নিজেও একজন উদ্যোক্তা-পারিবারিক ব্যবসার পাশাপাশি তার নিজস্ব একাধিক প্রতিষ্ঠান রয়েছে। আড়ম্বরের চেয়ে সাধারণ জীবনযাপনকেই প্রাধান্য দেন তিনি, সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমন সক্রিয় নন।
অর্জুন ও সানিয়া কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন। দুই পরিবারের সম্মতিতে এই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পায়। বাগদান অনুষ্ঠান ছিল ব্যক্তিগত-উপস্থিত ছিলেন শুধু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব।
২৫ বছর বয়সী বাঁহাতি পেসার অর্জুন ২০২০ সালে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন। এরপর গোয়ার হয়ে খেলছেন প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ক্রিকেটে। তার ঝুলিতে রয়েছে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা, সঙ্গে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডের অংশ হওয়ার সুযোগও। ব্যাটিংয়েও মাঝে মাঝে কার্যকর ভূমিকা রাখেন তিনি।
Discussion about this post