ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ম্যাজিক দেখাল বাংলাদেশের যুবারা। ব্যাটে-বলে দাপট দেখিয়ে শিরোপা জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
আজ আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান করে বাংলাদেশ। ওপেনাররা দুর্দান্ত শুরু দিতে না পারলেও অধিনায়ক কালাম সিদ্দিকী ও রিজান হোসেন দলের রান তুলতে কাজ করেন। কালাম ৬৫ রান করেন শান্ত ধৈর্যে, আর রিজান ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। ম্যাচের হিরো রিজান, যিনি বল হাতে ৫ উইকেটও নিয়েছেন।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ধীরগতিতে হলেও প্রথম উইকেটে জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৪১ রান যোগ করেন। কিন্তু এরপর দ্রুতই তিনটি উইকেট হারিয়ে দল বিপর্যয়ে পড়ে, ৬৫ রান পর্যন্ত।
এরপর রিজান হোসেন ও কালাম সিদ্দিকি চতুর্থ উইকেটে ১১৭ রান যোগ করে দলকে শক্ত ভিত্তিতে নিয়ে আসেন। কালাম ৬৫ রান করে আউট হলেও রিজান অবিচল থাকেন। উইকেটকিপার মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে জুটি গড়ে ২৪৫ রানের স্কোরে পৌঁছানোর পর মাত্র ৫ রান দূরে থেকে সেঞ্চুরি থেকে ছিটকে যান রিজান।
বোলিংয়ে রিজান ও আল ফাহাদের দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা মাত্র ২৩৬ রানে অলআউট হয়। আফ্রিকান দলে আদনান ৪০ ও সনি ৩৬ রান করেন। ৩৩ রানে ফাইনাল জিতে নেয় বাংলাদেশ!
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৬৯/৫ (৫০ ওভার) (জাওয়াদ ২১, রিফাত ১৬, কালাম ৬৫, রিজান ৯৫, আব্দুল্লাহ ৩৮*; এমবাতা ২/৫০)
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ২৩৬/১০ (৪৮.৪ ওভার) (আদনান ৪০, রোয়েলস ৩৫, সোনি ৩৪, বুলবুলিয়া ৩১; রিজান ৫/৩৪, ফাহাদ ৩/৫০, স্বাধীন ২/৩৪)
ফল: বাংলাদেশ ৩৩ রানে জয়ী
Discussion about this post