ফের আলোচনায় নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা। এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ প্রাথমিক দলে আছেন তারা দুজন। পাকিস্তান সফরের আগমুহূর্তে নিজেকে সরিয়ে নেন নাহিদ রানা। আবারও তাকে সুযোগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত ২৫ জনের প্রাথমিক দলে আছেন অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটাররা।
সামনে এশিয়া কাপ, তার আগে রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রস্তুতি সিরিজ। তাই দল গোছাতে বেছে নেওয়া হয়েছে সম্ভাব্যদের একটি পূর্ণ স্কোয়াড। বুধবার থেকে শুরু হচ্ছে ফিটনেস ক্যাম্প, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর ধাপে ধাপে স্কিল ক্যাম্প ও সিলেটে মূল প্রস্তুতি।
তবে এবার দলে নতুন কোনো মুখ নেই। অঙ্কন ছাড়া সবাইই কমবেশি টি-টোয়েন্টি খেলেছেন জাতীয় দলের হয়ে। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরম্যান্স এবং প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই স্কোয়াড সাজানো হয়েছে। সৌম্য সরকার, নাসুম আহমেদ, খালেদ আহমেদ-যারা কিছুদিন বাইরে ছিলেন, তারাও জায়গা পেয়েছেন এই তালিকায়।
‘এ’ দলে থাকা পাঁচ ক্রিকেটার-নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম ও হাসান মাহমুদ-এই প্রস্তুতি ক্যাম্পে সরাসরি অংশ নিতে পারবেন না। তারা তখন থাকবেন অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত। তবে বোর্ড নিশ্চিত করেছে, তাদের এশিয়া কাপের বিবেচনায় রাখা হচ্ছে।
ডাচদের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে, তবে এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি। ২৬ আগস্ট নেদারল্যান্ডস দল বাংলাদেশে আসতে পারে বলে জানা গেছে।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ তারিখ, প্রতিপক্ষ হংকং। এরপর থাকবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে লড়াই। সব ম্যাচই হবে আবুধাবিতে।
এশিয়া কাপের বাংলাদেশ প্রাথমিক দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নুরল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।
Discussion about this post