বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুধু একটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি এখন দেশের ক্রিকেট ব্র্যান্ড। এ টুর্নামেন্টকে আরও পেশাদার ও বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিচ্ছে নতুন নতুন উদ্যোগ। আসন্ন আসর থেকে ভেন্যু সংখ্যা বাড়ানোর চিন্তা যেমন রয়েছে, তেমনি আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে।
বর্তমানে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় তিনটি ভেন্যুতে-ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। তবে বিসিবি চায় এবার অন্তত একটি অতিরিক্ত ভেন্যু যুক্ত করতে। যদিও রাজশাহী ও বগুড়া আপাতত প্রস্তুত নয় বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
তিনি বলেন, ‘ভেন্যু বাড়ানোর চিন্তা আছে, তবে রাজশাহী ও বগুড়ার মতো মাঠগুলো এখনই প্রস্তুত নয়। এই বছর যদি তিন থেকে চারটা ভেন্যু করতে পারি, সেটা হবে বড় অগ্রগতি।’
ফাহিম আরও জানিয়েছেন, ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক বিপিএলের চিন্তা করছে বিসিবি। প্রতিটি দলের নিজস্ব ঘরের মাঠ থাকলে টুর্নামেন্টের উত্তেজনা ও দর্শক সম্পৃক্ততা কয়েকগুণ বেড়ে যাবে বলে মত দিয়েছেন তিনি, ‘একসময় আমরা চাইব ৬ বা ৭ দলের জন্য ৬-৭টি আলাদা হোম ভেন্যু থাকুক। তখন বিপিএল সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে পৌঁছাবে।’
বিপিএল এতদিন বিসিবির সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলেও এবার তা পরিচালনার জন্য পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে বোর্ড। ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ জানিয়েছে, যাদের মধ্যে চারটি বিদেশি। সবচেয়ে আলোচিত নাম আইএমজি, যারা এক যুগেরও বেশি সময় আইপিএল আয়োজন করেছে। তাদের সঙ্গে রয়েছে পিএসএলের আয়োজক দ্য আইপিজে গ্রুপ এবং আরও তিনটি প্রতিষ্ঠান: অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, ও মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্ট গ্রুপ।
Discussion about this post