একটা সময় ছিল, ব্যাট হাতে মাঠে নেমেই চোখে ধাঁধা লাগিয়ে দিতেন প্রতিপক্ষ বোলারদের। তারপর হঠাৎই ব্যাট তুলে রাখলেন, ২০২১ সালে ঘোষণা দিলেন অবসরের। কিন্তু ক্রিকেট ছাড়েননি শাহরিয়ার নাফিস। খেলোয়াড়ের পোশাক খুলে পরে নিলেন প্রশাসকের জার্সি-বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগে ম্যানেজার হিসেবে যোগ দিলেন।
বছরের পর বছর কাজ করলেন নীরবে, নিভৃতে। খেলার নানান ব্যস্ততা, সফর, পরিকল্পনা, ব্যবস্থাপনা-সব কিছুতে থাকতেন নিরবিচারে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিবির করিডোরে ভেসে আসছিল এক গুঞ্জন-নাফিসকে সরানো হতে পারে।
ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব থেকে সরিয়ে নাফিসকে এবার পাঠানো হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে। দায়িত্ব বদলেছে, কিন্তু ক্রিকেট থেকে দূরে নয় তিনি।
যে খেলোয়াড় একদিন বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যার ব্যাটে ২৪ টেস্টে এসেছিল ১,২৬৭ রান, ৭৫ ওয়ানডেতে এসেছিল ৪ সেঞ্চুরি-তিনি আজ ক্রিকেটের আরেক প্রান্তে। ব্যাট আর বলের বদলে এখন হাতে প্রশাসনিক ফাইল।
তবে দায়িত্ব হালকা হয়নি মোটেও-এইচপি ইউনিটের কাজ অনেক বেশি গভীর। এখানেই গড়ে তোলা হয় ভবিষ্যতের সাকিব-মুশফিকদের। সেই গুরু দায়িত্বই এখন নাফিসের কাঁধে। নাফিসের জায়গা নিচ্ছেন জামাল বাবু। এতদিন যিনি কাজ করছিলেন এইচপি ম্যানেজার হিসেবে, এবার তিনিই বসবেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজারের চেয়ারে।
বিসিবির উচ্চপর্যায়ে এসব পরিবর্তনের পেছনে ভবিষ্যতের পরিকল্পনা কাজ করছে বলেই ধারণা। সামনে আরও কিছু পরিবর্তনের ইঙ্গিও মিলেছে।
Discussion about this post