হার না মানা আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। প্রতিপক্ষ জিম্বাবুয়েকে দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারিয়ে আবারও প্রমাণ করল, তারাই সেরা!
হারারের আকাশে রোদ ঝলমল, কিন্তু জিম্বাবুয়ের ব্যাটিংয়ে সেই আলো নেই। আজ টস জিতে প্রথমে বল হাতে নেয় বাংলাদেশ। শুরুতেই আক্রমণ শানান ইকবাল হোসেন ইমন-যেন আগুনঝরা গোলা ছুড়ছেন! মাত্র ৮ রানে ভেঙে দেন উদ্বোধনী জুটি। এরপর জিম্বাবুয়ের উইকেট যেন পাতা ঝরার মতোই পড়তে থাকে-৩৩, ৪৩, ৬০… ৮৯ রানে সব শেষ।
ইমন একাই তুলে নেন ৪ উইকেট, স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার যোগ করেন আরও চারটি। নিখুঁত পরিকল্পনা, কাঁটাতার ঘেরা বোলিং-জিম্বাবুয়ের ব্যাটাররা যেন দিশেহারা।
তারপর মাঠে নামে ব্যাট হাতে বাংলাদেশ। প্রথম বলেই রিফাত বেগ বিদায় নেন, তবে নেমে আসেন আজিজুল হাকিম তামিম-নেতার মতোই ইনিংস গড়েন। ৪৯ বলে ৪৭ রানের শান্ত অথচ দৃঢ় ইনিংস খেলে অপরাজিত থাকেন। পাশে ছিলেন রিজান, ২৬ বলে ২১ রানের এক শান্ত কীর্তি।
মাত্র ১৫.১ ওভার, ৯১ রান। জয়রথ ছুটে চলে আরও এক মাইলফলকের দিকে। টাইগার যুবাদের চোখ এখন সিরিজ জয়ের দিকে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল দল। এবার সেই ধাক্কা সামল উঠল।
Discussion about this post