বাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে ঘিরে দিন কয়েক আগেই তৈরি হয় বিতর্ক। ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভের অভিযোগে তাসকিনের বিরুদ্ধে মারধরের মামলা হয় থানায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। তবে দিন না ঘুরতেই পারিবারিকভাবে মীমাংসার পথে হাঁটে দুই পরিবার।
সৌরভ গণমাধ্যমকে জানান, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত হয়।’
অভিযোগ ওঠার পরপরই তাসকিন আহমেদ নিজের ফেসবুক পেজে একটি পোস্টে ভক্তদের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। গতকাল বগুড়ায় একটি শো-রুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এই পেসার।
ঘটনা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘যে বিষয়টি ঘটেছে, তা আসলে কিছুটা দুঃখজনক। আমি আসলে কখনো এমনটা আশা করিনি, কারণ ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘এই ঘটনা থেকে আমার ভক্তরা এবং আগামী প্রজন্ম একটি জিনিস শিখতে পারবে যে, বন্ধুত্ব নির্বাচনে কতটা সতর্ক থাকতে হয়। ছোটবেলার বন্ধু হলেই যে সে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো কথা নেই।’
তবে ব্যক্তিগত বিতর্কের মাঝেও পেশাদার খেলোয়াড় হিসেবে নিজ দায়িত্বে অবিচল তাসকিন। আসন্ন এশিয়া কাপ নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার স্বপ্ন হলো আমরা চ্যাম্পিয়ন হব। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক অনিশ্চয়তা থাকে। হংকংয়ের সঙ্গেও কঠিন প্রতিযোগিতা হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—সবাই এশিয়ার শক্তিশালী দল। তবে আমাদের সাম্প্রতিক ফর্ম ভালো, আশা করছি ভালো কিছু হবে।’
অন্যদিকে, মীমাংসা হলেও বন্ধুর প্রতি আস্থাহীনতা প্রকাশ করে সৌরভ বলেন, ‘তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এই ব্যাপার নিয়ে একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’
Discussion about this post