শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত এক জয়ে সফর শেষ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় নিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল টাইগাররা। এই জয় বাংলাদেশের জন্য বিশেষ—কারণ এটি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি সিরিজ জয়, আর বিদেশের মাটিতে পঞ্চম সিরিজ ট্রফি।
প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুটা ভালো করলেও দ্রুতই ছন্দ হারিয়ে ফেলে। বিশেষ করে স্পিনার শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় স্বাগতিকরা।
মেহেদী ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রানে ৪টি উইকেট শিকার করেন—যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।
লঙ্কান ইনিংসের হাল ধরার চেষ্টা করেন পাথুম নিসাঙ্কা (৩৯ বলে ৪৬) এবং দাসুন শানাকা (২৫ বলে অপরাজিত ৩৫)। শেষ ওভারে ২২ রান এলেও দলীয় স্কোর দাঁড়ায় মাত্র ১৩২/৭।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হন গোল্ডেন ডাক মেরে। তবে বিপদে পড়েননি বাংলাদেশ। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস গড়ে তোলেন দৃঢ় জুটি।
তানজিদ খেলেন টি–টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস—৪৭ বলে ৭৩ রান (৬টি ছক্কা ও ১টি চার)। লিটনের ৩২ রানের পরে তার সঙ্গে হাত মেলান তাওহিদ হৃদয়, যিনি ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ২১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিসাঙ্কা ৪৬, কুসাল মেন্ডিস ৬, কুসাল পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩, কামিন্দু মেন্ডিস ২১, শানাকা ৩৫, ভ্যান্ডারসে ৭, থিকশানা ৬; শরিফুল ৪-০-৫০-১, মেহেদি ৪-১-১১-৪, মুস্তাফিজ ৪-০-১৭-১, তানজিম ২-০-২৩-০, শামীম ২-০-১০-১, রিশাদ ৪-০-২০-০)
বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১৩৩/২ (পারভেজ ০, তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*; থুসারা ৩-০-২৫-১, বিনুরা ২-০-১১-০, থিকশানা ৩.৩-০-৩০-০, আসালাঙ্কা ১-০-১৬-০, ভ্যান্ডারসে ৪-০-২৯-০, কামিন্দু ৩-০-২১-১)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: শেখ মেহেদি হাসান
সিরিজ সেরা: লিটন কুমার দাস
Discussion about this post