কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় শুরু হয়ে গেল সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজে দুই দলই সমতায়-একটি করে জয় ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফলে শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। এই গুরুত্বপূর্ণ ম্যাচেও টস ভাগ্য সহায় হলো না লিটন দাসের। টানা নবমবারের মতো টস হারলেন তিনি। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সিরিজের প্রথম দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। তবে আজ কৌশলে পরিবর্তন এনেছেন আসালাঙ্কা। বাংলাদেশের বোলারদের সামনে তাই চ্যালেঞ্জটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে-প্রথমে বল হাতে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রেখে পরে ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে রেকর্ড ৮৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ে ফিরে এসেছে আত্মবিশ্বাস ও ছন্দ। আজকের ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়তে পারবে লাল-সবুজের দল।
বাংলাদেশ একাদশেও এসেছে কিছু পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।
Discussion about this post