অস্ট্রেলিয়া সফরটা দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকবে। প্রথমে অ্যাশেজে ০-৫ এ হোয়াইটওয়াশ। এবার ওয়ানডে সিরিজে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতল ৪-১ ব্যবধানে। ট-টুয়েন্টিতেও সিরিজ হার। এমন বিপর্যয়ের জন্য চাকুরি হারালেন দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। দেশটির ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল কোচের বিদায় হল। এমন ব্রেকিং নিউজটি দিয়েছে ব্রিটিশ পত্রিকা, ’ডেইলি টেলিগ্রাফ।’
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন খবরের সতত্যা স্বীকার করেছেন।
ফ্লাওয়ার ইংল্যান্ড ক্রিকেট দলের দ্বায়িত্ব নেন ২০০৯ সালের এপ্রিলে। তার অধীনে টানা তিনটি অ্যাশেজ ছাড়াও ২০১০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে দল। ইংল্যান্ড উঠেছিল টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে।
জিম্বাবুয়ের এই কিংবদন্তি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০০৩ সালে। এরপরই কোচ হিসেবে আত্মপ্রকাশ হয় তার। ৬৩ টেস্ট খেলে ফ্লাওয়ারের রান ৪৭৯৪। গড় ৫১.৫৪। ২১৩ ওয়ানডে খেলে তার রান ৬৭৮৬। গড় ৩৫.৩৪।
Discussion about this post