বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাঠে তার সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্স এবং বিসিবি কর্মকর্তাদের বক্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা-ফিরছেন কি সাকিব জাতীয় দলে?
সর্বশেষ ২০২৪ সালের আগস্টে ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফেরা সম্ভব হয়নি। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরে। মাঝে মাঝে তার ফেরার কথা শোনা গেলেও তা থেকে গেছে কেবল গুঞ্জনেই।
তবে এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত ফর্মে ফিরেছেন তিনি। ব্যাট হাতে ৫৮ রান এবং বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৪ উইকেট-এমন পারফরম্যান্সে নতুন করে আলোচনায় আসেন সাকিব।
এই প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। এখন বিষয়টি পুরোপুরি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।’
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই আলোচনা সম্পর্কে কিছু জানেন না বলেই দাবি করেছেন। তিনি বলেন, ‘না, না… এমন কোনো আলোচনা আমি শুনিনি। যদি এমন কিছু হতো, বোর্ডে অবশ্যই আলোচনা হতো। আমি অফিসিয়ালি এখনো কিছু শুনিনি।’
সাকিবের ফেরার খবরটি তাহলে গুজব? এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বুলবুল বলেন, ‘বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা গুলো গেল দুই বছর ধরেই চলছে। এই তথ্যটা আসলে গুজব কি না আমি জানি না। তবে আমি তো বোর্ডের সভাপতি সেই হিসেবে এটা আমি জানি না।’
প্রশ্ন থেকেই যাচ্ছে-সাকিবের জাতীয় দলে ফেরাটা খবরটি কি কেবলই গুজব?
Discussion about this post